বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন দ্বারা বাংলা সংস্কৃতির পরিচর্যা, চর্চা এবং বিকাশ সাধিত হয়ে আসছে।
জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) সেই সোনালী ধারায় গর্বিত অংশীদার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা সমগ্র বাংলাদেশের সাংস্কৃতিক, বিশেষত নাট্য অঙ্গনে জাহাঙ্গীরনগর থিয়েটারের রয়েছে অসামান্য অবদান। প্রতিষ্ঠার পর থেকে ৪৭ বছরে এপর্যন্ত জাহাঙ্গীরনগরে থিয়েটারের প্রযোজনায় নির্মিত হয়েছে ১১৭ টি নাটক। টিনের অলোয়ার, সক্রেটিসের জবানবন্দী, কারিগর নামা, যৈবতী কন্যার মন. দ্বিতীয় মৃত্যুর আগে, হায়েনার খাঁচায় বদ্ধ জীবন ইত্যাদি অসাধারণ সব নাটক দিয়ে জাহাঙ্গীরনগর থিয়েটার বাংলা নাটকে যুক্ত করেছে অনন্য মাত্রা, যে ধারা আজও চলমান।
জাহাঙ্গীরনগর থিয়েটার যুগ-যুগান্তরে এভাবেই বাংলা নাটকের নালন, ও চর্চা করে চলেছে, যার ধারাবাহিবাতায় ‘যুগসন্ধির মঞ্চে আসুক নব সারথি’ স্লোগানকে ধারণ করে আয়োজিত হতে চলেছে "নবীনবরণ নাট্যোৎসব- জাগরণী ২০২৫"। দেখা হবে-
২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর
সেলিম আল দীন মুক্তমঞ্চে
রোজ সন্ধ্যা ৭ টা
উক্ত আয়োজনে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত দুটি নাটকের পাশাপাশি থাকছে থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনা ‘কমলা রঙের বোধ’ এবং প্রাচ্যনাট প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’। জাহাঙ্গীরনগর প্রযোজনা হিসেবে থাকবে মাহফুজ ইসলাম মেঘ নির্দেশিত ‘দ্বিতীয় মৃত্যুর আগে’ এবং শাঁওলি নির্দেশিত ‘হায়েনার খাঁচায় বদ্ধ জীবন’।
অনুষ্ঠান সূচি-
২৪ নভেম্বর
হায়েনার খাঁচায় বদ্ধ জীবন
রচনা ও নির্দেশনা: শাঁওলি
জাহাঙ্গীরনগর থিয়েটার
২৫ নভেম্বর
কমলা রঙের বোধ
রচনা ও নির্দেশনা: অলোক বসু
থিয়েটার ফ্যাক্টরি
২৬ নভেম্বর
দ্বিতীয় মৃত্যুর আগে
রচনা ও নির্দেশনা: মাহফুজ ইসলাম মেঘ
জাহাঙ্গীরনগর থিয়েটার
২৭ নভেম্বর
কিনু কাহারের থেটার
রচনা: মনোজ মিত্র
নির্দেশনা: কাজী তৌফিকুল ইসলাম ইমন
প্রাচ্যনাট
এ বর্ণিল নাট্য আয়োজনে সুধীগণ ও নাট্যপ্রেমীদের জানাই আামাদের আয়োজনে সাদর আমন্ত্রন।